গৌরনদীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম

বরিশালের গৌরনদীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। ছবি: ভোরের কাগজ
আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত ওই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডাঃ সৈয়দ জলিল, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ টিপু সুলতান।
উল্লেখ্য, ওইদিন উপজেলার মোট ৭টি ইউনিয়নের ২১টি ওয়ার্ডের ১৬৮টি অস্থায়ী কেন্দ্র ও ১টি স্থায়ী কেন্দ্র মিলে সর্বমোট ১৬৯টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৯৬৮ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২২ হাজার ৩৬৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।