মুদি দোকানের নিচে পাঁচ বস্তা পয়সা!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৮:২৬ পিএম

সিরাজগঞ্জের কাজীপুরে হরিনাথপুর সকাল বাজারে মুদির দোকানে মিলল পাঁচ বস্তা পয়সা। মৃদুল নামের মুদি দোকানির মাচার নিচ থেকে মাটি খুরতে এ পাঁচ বস্তা পয়সা পাওয়া যায়।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে এতথ্য নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান।
ওই বাজারের দোকানীদের সাথে কথা বলে জানা যায়, দোকানির বাড়ি উপজেলার হরিনাথপুর সাহা পাড়ায়। মঙ্গলবার দোকানে খরিদদারের বসার মাচা ভেঙ্গে গেলে নতুন করে মাচা তৈরির জন্য মাটি খুড়তে গেলেই পাওয়া যায় পয়সার খনি। একে একে বের হয় ১, ২ ও ৫ টাকার পাঁচ বস্তা পয়সা। পরে ঐ মুদি দোকানী ভ্যানে করে পয়সা গুলো নিজ বাড়িতে নিয়ে যায়।
দোকানি মৃদুল বলেন, দীর্ঘ দিন দোকানদারি করতে গিয়ে নিচে পয়সা পরে পরে এতোগুলো পয়সা জমে গেছে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান জানান, পাঁচ বস্তা পয়সা উদ্ধারের কথা শুনেছি। এখনও লিখিত কোন অভিযোগ পায়নি। তবে ঘটনা তদন্ত করার কথা জানালেন এই কর্মকর্তা।