দেওয়ানগঞ্জ বাল্য বিয়ে প্রতিরোধে শপথ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ১২:৫১ পিএম

‘যেখানে বাল্য বিবাহ সেখানেই প্রতিরোধ, বাল্য বিয়েকে না বলুন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্য বিয়ে মুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের লক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন, গণস্বাক্ষর ও শপথপাঠ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
উপজেলা প্রশাসন আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে বণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা চত্বরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার আফতাফ উদ্দিন, মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, আওয়ামী নেতা শফিউল হক মান্না, প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলান, সিনিয়র সহসভাপতি খাদেমুল ইসলাম, এসএস প্রকল্পের বিমল দত্ত, ইসলামী ফাউন্ডেশনের আঃ সুবাহান, আস্তা প্রকল্পের আলী আক্কাছ। মানব বন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন এনজিওকর্মী, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যাক্তিত্ব, সাংবাদিকবৃন্দ।