সমাজকে মাদকমুক্ত করতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৪১ পিএম

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে “ধোবাউড়া প্রিমিয়ার ক্রিকেটলীগ” এর আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা বহুমূখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ডি,পি,এল খেলার উদ্বোধন করা হয়।খেলার উদ্বোধন করেন টুর্নামেন্টের উপদেষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডিপিএল টুর্নামেন্টের চেয়ারম্যান উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন সোহাগ, যুবলীগের সদস্য সৌরিন আরেং সেং,কো-চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ইকবাল, টুর্নামেন্টের আহবায়ক রফিকুল ইসলাম,ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, ফজলুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদর মেহেদী হাসান রনিসহ খেলা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা। ধোবাউড়ার যুবসমাজ কে মাদক থেকে বিরত রাখতে এই খেলার আয়োজন করা হয়েছে। প্রিমিয়ার লীগ ডি,পি,এল খেলায় ১০ টি দল অংশগ্রহণ করেছে। প্রত্যেকটি দলই মাদকের বিরুদ্ধে নিয়ে খেলায় অংশ গ্রহণ করছে।