×

সারাদেশ

রাজাকারের তালিকায় মুজিবুল, ফুঁসছে পাথরঘাটা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৭:৪১ পিএম

রাজাকারের তালিকায় মুজিবুল, ফুঁসছে পাথরঘাটা
   

মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে প্রকাশিত বরগুনার পাথরঘাটার রাজাকারের তালিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। ঘটনার প্রতিবাদে সাংবাদিক সন্মেলন এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১৭ডিসেম্বর) সকালে। বিকালে পাথরঘাটা শেখ রাসেল স্কয়ারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বরগুনার পথরঘাটার তৎকালিন থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং একাত্তরের মুক্তি সংগ্রাম কমিটির সভাপতি মুজিবুল হক নয়া মিয়ার নাম রাজাকারের তালিকায়! গতকাল খবরটি প্রকাশ হয় এবং ১নম্বর স্থানে সাবেক এই আওয়ামী লীগ নেতা যিনি এখন আর বেঁচে নেই তাঁর নামটি দেখতে পান স্থানীয় মানুষ।

মুহূর্তে ফেসবুকে ভাইরাল হয়ে ছরিয়ে পরে গোটা দুনিয়ায়। মানুষ ক্ষোভে ফেটে পরে। যে যেভাবে পারে প্রতিবাদ জানাতে থাকে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় পাথরঘাটা প্রেসক্লাবে প্রেস কনফারেন্স করতে ছুটে আসেন সুস্থ-অসুস্থ সকল মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনতা। এসময় পাথরঘাটা প্রেসক্লাবের সকল সাংবাদিক মুক্তিযোদ্ধাদের জন্য নিজ নিজ আসন ছেড়ে দিয়ে দাড়িয়ে যান। মুক্তিযোদ্ধাদের এই কর্মসূচিকে সমর্থ জানিয়ে প্রেসক্লাবের ওই সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.জাবির হোসেন। সাংবাদিকদের পক্ষ থেকে সমর্থণ জানান পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ।

পরে বেলা ১১টার দিকে শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন এড. জাবির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মল্লিক মোহাম্মদ আইয়ুব, পাথরঘাটা পৌরমেয়র আনোয়ার হোসেন আকন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মৃধা, মুক্তিযোদ্ধা মনি মন্ডল, পাথরঘাটার কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মো. শহিদ, মুজিবুল হক নয়া মিয়ার ছেলে রেজাউল করিম শাহিন, শহীদ শাহজাহানের সন্তান পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মুক্তিযোদ্ধা এড.সাইদুল কবির ফারুক সহ অন্যান্য নেতা।

মুজিবুল হক নয়া মিয়ার সন্তান রেজাউল করিম শাহিন বলেন, শুধু আমার বাবার নামের কথা নয়,পাথরঘাটা সহ সারা দেশে প্রকৃত আওয়ামী লীগের যেসকল নেতৃবৃন্দর নাম ষড়যন্ত্র করে রাজাকারের তালিকায় ঢুকানো হয়েছে। তাদেরকেও তালিকা থেকে বাদ দিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। অবিলম্বে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App