নাইটকোচে যৌন হয়রানি, আটক সুপারভাইজার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৯ পিএম

প্রতীকী ছবি।
ঢাকা থেকে বুড়িমারীগামী নাইট কোচে চলন্ত বাসে এক নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ওই বাসের সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় সুপারভাইজার বাবুকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনায় হাতীবান্ধা থানায় অভিযোগ করেন যৌন হয়রানির শিকার ওই মেয়ের মা।
গত সোমবার ঢাকা থেকে ছেড়ে আসা নাইটকোচের যাত্রী হয়ে বাড়ি ফিরছিল ওই মেয়ে। পথেমধ্যে তার পাশে বসা যাত্রী হাতীবান্ধা উপজেলার ভোটমারী এলাকায় নেমে গেলে তখন ওই বাসের সুপারভাইজার বাবু তার পাশে গিয়ে বসেন এবং তার গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই বাসের অন্য যাত্রীরা দেখে ফেললে সুপাভাইজারকে আটক করে ও কোচটি ঘুন্টি এলাকায় এলে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত সুপারভাইজার বাবুকে আটক করা হয়েছে।