বড়বিল ইউপি চেয়ারম্যান আফজালুল হক রাজু গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৫ পিএম

গংগাচড়ার বড়বিল ইউপি চেয়ারম্যান আফজালুল হক রাজু
শেখ ডিজঅনার মামলা গংগাচড়া উপজেলার বড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক রাজুকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে গ্রেপ্তারি পরোয়ানা বলে রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার বলেন, উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক রাজুর বিরুদ্ধে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় ১ বছরের জেল ও ১২ লাখ টাকা জরিমানা করে বিজ্ঞ আদালত। আজ তাকে জেলহাজতে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি ভিজিএফ'র দুই শতাধিক বস্তা চাল আত্মসাৎ মামলায় পড়েন।