রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দাদা নাতি নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০২:৩৭ পিএম
রাজশাহীর বাগমারায় বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে জাবেদ আলী (৫৫) ও আব্দুল্লাহ (৮) নামের দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ভবানীগঞ্জ-বান্দাইখাড়া সড়কের খন্দকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তারা উপজেলার বড় বিহানালী ইউনিয়নের মুরারীপাড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ভ্যানচালক জাবেদ আলী তার ৮ বছরের নাতি আব্দুল্লাহকে সঙ্গে করে ভ্যানযোগে বড় বিহানালীর দিকে যাচ্ছিলেন। পথে ভবানীগঞ্জ বান্দাইখাড়া সড়কের খন্দকার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা মাটিতে লুটিয়ে পড়লে বাসটি তাদের শরীরের উপর দিয়ে যায়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দাদা ও নাতির মৃত্যু হয়।
ওসি আরো জানান, জাবেদ আলী পেশায় একজন ভ্যানচালক ছিলেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।