অভয়নগরে যুবক গুলিবিদ্ধ

nakib
প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৮:১৭ পিএম
অভয়নগরে আকাশ(২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ আকাশকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৫ টার সময় নওয়াপাড়া সরকার ফিলিংস্টেশন তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
অভয়নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে আকাশ নামের এক যুবককে সরকার ফিলিংস্টেশন তেলের পাম্পের সামনে কে বা কারা গুলি করে পালিয়ে যায়। গুলি তার গলায় বিদ্ধ হয়। সাথে সাথে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।
আকাশের বাড়ি বাগেরহাট। সে দীর্ঘদিন ধরে নওযাপাড়ায় বসবাস করে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো: তাজুল ইসলাম জানান, আকাশ নামের এক যুবককে কে বা কারা গুলি করে পালিয়ে যায়। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জেনেছি। দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে।