×

সারাদেশ

সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৪:১৩ পিএম

সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল আর নেই
   
জাতীয় সংসদের বিএনপি দলীয় সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামাল (৭৬) আর নেই। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে বরিশালের বানারীপাড়া, উজিরপুর ও পিরোজপুরের স্বরূপকাঠিতে শোকের ছায়া নেমে এসেছে। তার অসুস্থতার খবর পেয়ে ৪ মার্চ দূপুরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর থেকে তার ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসক’রা ঢাকার এ্যাপোলো হাসপাতালে এসে শহীদুল হক জামালের অবস্থার অবনতি দেখার পর নিজেদের তত্ত্বাবধায়নে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ওই দিনই বিকালে সিঙ্গাপুর নিয়ে যান। তার গলব্লাডারে বড় ধরণের একটি পাথর ও পেনক্রিয়াসে জরুরী অপারেশন প্রয়োজন হওয়ায় সেখানে পৌঁছার পরে ওই দিনই তাৎক্ষনিক গলব্লাডারে অস্ত্রপচার করা হয়। তবে তার উচ্চ রক্তচাপ ও হৃদরোগ থাকায় আরও অধিকতর পরীক্ষা নিরিক্ষা শেষে তার শরীরে পেনক্রিয়াসে আরও একটি অস্ত্রপচার করার কথা ছিল। কিন্তু গলব্লাডারে অস্ত্রপচারের পর অবস্থার আরও অবনতি হওয়ায় সেই থেকে তাকে লাইফ সার্পোটে রাখা হয়। সৈয়দ শহীদুল হক জামালের ছোট ছেলে ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ সিঙ্গাপুর থেকে মুঠোফোনে জানান, গলব্লাডারে অস্ত্রপচার হওয়ার পর থেকে তার বাবা লাইফ সার্পোটে ছিলেন। ১৮ মার্চ সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার রাতে তার লাশ নিয়ে দেশে আসার কথা রয়েছে। বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম জানান সিঙ্গাপুর থেকে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর পরে জানাজা ও দাফন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রসঙ্গত সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১,১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি) ও ২০০১ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়া সংযুক্ত পিরোজপুরের স্বরূপকাঠি আসনে বিএনপির টিকিটে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন। তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য মো.মনিরুল ইসলাম মনি,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এমএ সালেক,সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম,পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান চোকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম সরোয়ার হাওলাদার,সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম মিঠু, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল ডাকুয়া,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও সম্পাদক সুজন মোল্লা প্রমুখ সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App