করোনা সংক্রমণ ঠেকাতে খেলার মাঠে কাচাঁবাজার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০১:০৪ পিএম

ছবি: প্রতিনিধি
করোনার সংক্রমণ ঠেকাতে শুক্রবার (১০ এপ্রিল) থেকে কাঁচা বাজার নির্দিষ্ট শ্যাডে না বসিয়ে খেলার মাঠে বসাতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত পৌর সদরের কলেজ গেইটের পার্বতী স্কুল মাঠে কাঁচা বাজার বসানোর ফলে ক্রেতাদের ভিড় যেমন কমেছে, তেমনি সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা-বিক্রেতারা কাঁচা তরি-তরকারী সহজভাবে বিকিকিনি করতে পেরেছেন।
বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ১০ ফুট পরপর বসেছেন দোকানি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাজার কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করে এমন উদ্যোগ নেন ।
তিনি বলেন, বৃহস্পতিবার সারাদিন মাইকিং করা হয়। ভিড় এড়াতে লোকজনকে এ বাজারে এসে কেনাকাটা করতে অনুরোধ করা হয়েছে । এতে ব্যাপক সাড়া মিলছে । পর্যায়ক্রমে অন্য বাজার গুলোও খোলা মাঠে সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।