রাতের আঁধারে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিল র্যাব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৮:৩৯ পিএম

রাতে ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছে র্যাব। ছবি: ভোরের কাগজ।

খাদ্য নিয়ে রাতের আধাঁরে এক বাড়িতে কড়া নাড়ছেন র্যাব সদস্যরা। ছবি: ভোরের কাগজ।

কাঁধে করে খাদ্যে বস্তা বয়ে নিচ্ছে র্যাব সদস্যরা। ছবি: ভোরের কাগজ।

খাদ্য বিতরণের আগ মুহূর্তে র্যাব। ছবি: ভোরের কাগজ।
রাতের আধারে নারায়ণগঞ্জের ৪০০ পরিবারের কাছে সহায়তা পৌঁছে দিল র্যাব-১১। নারায়গঞ্জ ফতুল্লা এলাকায় করোনার প্রভাবে অসহায় হয়ে পড়া পরিবারগুলোকে নগদ অর্থসহায়তা দেয়াসহ নিত্যপ্রয়োজনী দ্রব্য পৌঁছে দেয় র্যাবের এ ইউনিটটি।
[caption id="attachment_214709" align="aligncenter" width="687"]
রবিবার (১২ এপ্রিল) এ বিষয়ে র্যাব-১১ এর অতিরিক্ত এসপি আলেপ উদ্দিন বলেন, নারায়ণগঞ্জ এলাকা করোনা প্রাদুর্ভাবে আক্রান্ত হওয়া একটি ঝুকিপূর্ণ এলাকা। এছাড়াও এ নগরটি লকডাউন করা হয়েছে। এর ফলে অনেকেইে ঘরে থাকায় কাজ করতে পারছে না। এমন অবস্থায় অসহায়-দরিদ্র ছাড়াও নিম্ন মধ্যবিত্ত যারা সাহায্য চাইতে পারেনা তারা কষ্টে দিনাতিপাত করছেন। তাই এমন পরিস্থিতিতে নারাণগঞ্জ ফতুল্লার ভূইয়া বাগ ও কাইয়ুম পাড়ায় শনিবার (১১ এপ্রিল) রাতে ৪০০ পরিবারের হাতে সাহায্য তুলে দেয়া হয়। চাল, ডাল, পেয়াজ, আলু, তৈল, লবণ, সবান ও অবস্থা বুঝে সর্বনিম্ন ৫০০-১০,০০০ হাজার টাকা পর্যন্ত দেয়া হচ্ছে।
[caption id="attachment_214710" align="aligncenter" width="687"]
তিনি বলেন, দিনের বেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও করোনায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কাজ করতে হয়। তাই রাতের আধারে কাজ করছি আমরা। এছাড়াও অনেক নিম্নমধ্যবিত্ত সাহাজ্যের বিষয়টি প্রকাশ করতে চান না সে বিষয়টি ভেবেও রাতের আধারে এ কাজ করে যাচ্ছি আমরা।
[caption id="attachment_214711" align="aligncenter" width="687"]