মানবতার ফেরিওয়ালা প্রবাসী নাঈম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০২:১৫ পিএম

ছবি: প্রতিনিধি
নিউইয়র্কের ঘরে ঘরে করোনা আক্রান্ত রোগী। প্রতিদিনই সেখানে মরছে মানুষ, দিন যায় লাশের সারি দীর্ঘ হয়। করোনা আতঙ্কে ঘরবন্দি মানুষ। সেই অবস্থায় থেকেও দেশের মানুষের কথা ভুলে যাননি তিনি। নিজের জন্মস্থান গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী গ্রামের প্রায় ৩শ পরিবারের জন্য পাঠালেন খাদ্য সামগ্রী। তিনি একজন প্রবাসী, থাকেন আমেরিকায়। নাম তাঁর নাঈম আহমেদ।
বুধবার (২২ এপ্রিল) সকালে খাদ্য সামগ্রী বিতরণ করেন কিছু মুরুব্বি ও যুবক। বিতরণকৃত খাদ্য সমগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল, ১ কজি লবন, ১ লিটার সোয়াবিন তৈল, হাত পরিষ্কারের জন্য ছিল ১টি সাবান।
ভাদার্ত্তী মধ্যপাড়া গ্রামের আবুল কালাম বলেন, নাঈম ভাই ক মুহুর্তের জন্য ভুলেনি গ্রামের খেটে খাওয়া মানুষগুলোর কথা। নিজের জন্মভূমি আর দেশের মানুষকে নিয়ে তাঁর উদ্বেগ আর উৎকন্ঠা দেখে বুঝা যায় তাঁর দেশাত্ববোধ কতটা জাগ্রত।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মাজেদুল ইসলাম সেলিম বলেন, জাতীর এই কঠিন সময়ে নাঈম আহমেদের মতো মানুষ খুবই দরকার। কারণ মাথা উচুঁ করে তাঁর এ লড়াই দেশকে রক্ষায় আমাদের অনুপ্রেরণা যোগায়।
এ ব্যাপার আমেরিকা প্রবাসী নাঈম আহমেদ বলেন, বিদেশে অবস্থান করেও সবসময় চেষ্টা করি দেশের মানুষগুলোর সঙ্গে যোগাযোগ রাখার। আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। দেশের বিত্তবানরাও গরীব-দুঃখী মানুষের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান।