উৎপাদনে খুলনার রাষ্ট্রায়ত্ত্ব ৯ পাটকল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২০, ০২:৩৩ পিএম

পাটকল শ্রমিক (ফাইল ছবি)
করোনা ভাইরাস প্রতিরোধে দীর্ঘ ১ মাস ১০ দিন সরকারী ছুটির পর খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকল বুধবার(৬ মে) পূর্ণাঙ্গ ভাবে চালু হয়েছে। খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্পা এলাকার পাটকলের শ্রমিকরা ভোর ৬টায় কর্মস্থলে যোগ দেন।
বিজেএমসি খুলনা অঞ্চলের সমন্বয়কারী মো. বনিজ উদ্দিন মিঞা জানান, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার সকল নিয়ম মেনেই পূর্নাঙ্গ ভাবে মিল চালু করা হয়েছে। যাদের জ্বর, সর্দি কাশির কোনো সমস্যা ধরা পড়বে তাদের কাজে যোগ দিতে দেয়া হচ্ছে না। প্লাটিনাম, ক্রিসেন্ট, খালিশপুর,স্টার, দৌলতপুর, আলীম, ইস্টার্ন, জেজেআই ও কার্পেটিং জুট মিলে একযোগে উৎপাদন চলছে ।
করোনা প্রতিরোধে ২৬ মার্চ থেকে সরকারী ছুটির কারণে খুলনা-যশোর অঞ্চলের ৯টি পাটকল বন্ধ থাকে। ত্রাণ কাজে ব্যবহারের জন্য খাদ্য বিভাগ ও বিএডিসি“র চটের ব্যাগ সরবরাহের কারণে জরুরিভাবে স্বল্প পরিসরে ৯ পাটকলের মধ্যে ৮ পাটকলের ফিনিসিং বিভাগ গত ২৬ এপ্রিল চালু করা হয়।