×

সারাদেশ

কুয়াকাটায় করোনা উপসর্গে পল্লী চিকিৎসকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২০, ০৫:৩১ পিএম

   
পটুয়াখালীর কুয়াকাটায় করোনা উপসর্গ নিয়ে অমল চন্দ্র রায় নামের (৬০) বছর বয়সী এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে কুয়াকাটাস্থ্য আমখোলা পাড়ার নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। মৃত্যু ব্যক্তির সংস্পর্শে আসায় লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, তার সহকারী কামাল, মৃত্যু ব্যাক্তি এবং তার পরিবার সহ মোট ৭জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সুত্রে জানা গেছে। অমল চন্দ্র দশদিন আগে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আসলে স্থানীয় ইউপি চেয়াম্যানের তত্ত্বাবধানে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোভিট-১৯ প্রটোকলে তার মরদেহ অন্তেষ্টিক্রিয়া করা হয়েছে। এঘটনার পর পরই মৃত্যু ব্যক্তির বাড়ি সহ আসে পাশের ৪০টি বাড়ি লকডাউন ঘোষনা করেন স্থানীয় প্রশাসন। লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, মঠবাড়িয়া থেকে আসার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকার দশদিনে তার মৃত্যু হয়। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লেলিন সাংবাদিকদের জানান, মৃত্যু ব্যক্তির সংস্পর্শে আসার কারনে স্থানীয় ইউপি চেয়ারম্যান, তার সহকারী সহ মোট ৭জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, তাৎক্ষনিক ভাবে তার বাড়িসহ ওই এলাকার চল্লিশটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App