×

সারাদেশ

আল্লামা শফীর জ্ঞান ফিরেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২০, ১০:১৬ পিএম

   

হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর ও আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফীর জ্ঞান ফিরেছে। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার (৯ জুন) হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক ও আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানী বিষয়টি নিশ্চিত করেন।

চমেক হাসপাতালের আইসিইউ সহযোগী অধ্যাপক ডা. হারুন উর রশিদ বলেন,  আজ দুপুরে বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড বসানো হয়েছিল। বিকেল থেকে তার অবস্থা উন্নতির দিকে। তার জ্ঞান ফিরেছে।

তিনি জানান, তার আব্বা এখন ভালো আছেন। ডাক্তাররা কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। দুপুর ২টার পরে সেসব রিপোর্ট পাওয়া গেলে চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ নেন। তারা মেডিকেল বোর্ড গঠন করে করণীয় ঠিক করেন। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন দীর্ঘদিন ধরে। রবিবার বিকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়।

প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন। বার্ধক্যের কারণে এসব রোগ মাঝেমধ্যেই অনিয়ন্ত্রিত হয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App