৮০ লাখ টাকা ডাকাতির পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২০, ০৫:৫২ পিএম

গ্রেপ্তারকৃতরা এবং উদ্ধারকৃত টাকা। ছবি: ভোরের কাগজ।

জব্দকৃত মোবাইল। ছবি: ভোরের কাগজ।
গাজীপুরের কালিয়াকৈরের ইনক্রেডিবল ফ্যাশনস্ লি. গার্মেন্টস এর প্রায় ৮০ লাখ ২২ হাজার টাকা ডাকাতির মূল পরিকল্পনাকারী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৩ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রিয়াজ, মো.সাগর মাহমুদ, মো. জলিল, মো.ইসমাইল হোসেন ওরফে মামুন ও মনোরঞ্জন ওরফে বাবু।
[caption id="attachment_225793" align="aligncenter" width="632"]
তাদের কাছ থেকে নগদ ৩০ লাখ ৬৮ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত মোটরবাইক, গাড়ি, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। র্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্ণেল সারওয়ার বিন কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।