
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ০৫:২৪ এএম
আরো পড়ুন
নদী খাল বিলে পোনা মাছ নিধনের মহোৎসব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২০, ০৭:০৬ পিএম

ছবি: প্রতিনিধি
নওগাঁর আত্রাই নদী ও খাল বিলগুলোতে দেশী প্রজাতির বিভিন্ন ধরনের পোনা মাছ নিধনের অভিযোগ করেছেন এলাকার সচেতন মানুষ। তারা অবিলম্বে উপজেলা মৎস্য দপ্তরকে তদারকির মাধ্যমে জেলেদের হাত থেকে পোনা মাছগুলো রক্ষার দাবি জানিয়েছেন। উপজেলার বিভিন্ন হাটে দেশী প্রজাতির পোনা মাছগুলো জেলেদের বিক্রি করতে দেখা গেছে।
নদী ও খাল গুলো পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বোয়াল, আইড়সহ বিভিন্ন দেশী প্রজাতির মাছের পোনাগুলো আসতে শুরু করেছে। এসব পোনা মাছ জেলেরা জাল ফেলে পোনা নিধন করছেন। এই ধরনের পোনা মাছ নিধন ও বিক্রি দেখে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৎস্য অফিসের কর্মকর্তাদের পদক্ষেপ না থাকার কারণে জেলেরা বেপরোয়া হয়ে উঠেছে বলে এলাকার লোকজন দাবি করেছেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: প্রতিনিধি
নওগাঁর আত্রাই নদী ও খাল বিলগুলোতে দেশী প্রজাতির বিভিন্ন ধরনের পোনা মাছ নিধনের অভিযোগ করেছেন এলাকার সচেতন মানুষ। তারা অবিলম্বে উপজেলা মৎস্য দপ্তরকে তদারকির মাধ্যমে জেলেদের হাত থেকে পোনা মাছগুলো রক্ষার দাবি জানিয়েছেন। উপজেলার বিভিন্ন হাটে দেশী প্রজাতির পোনা মাছগুলো জেলেদের বিক্রি করতে দেখা গেছে।
নদী ও খাল গুলো পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বোয়াল, আইড়সহ বিভিন্ন দেশী প্রজাতির মাছের পোনাগুলো আসতে শুরু করেছে। এসব পোনা মাছ জেলেরা জাল ফেলে পোনা নিধন করছেন। এই ধরনের পোনা মাছ নিধন ও বিক্রি দেখে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৎস্য অফিসের কর্মকর্তাদের পদক্ষেপ না থাকার কারণে জেলেরা বেপরোয়া হয়ে উঠেছে বলে এলাকার লোকজন দাবি করেছেন।