
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৮:৫৬ এএম
আরো পড়ুন
আটোয়ারীতে মাস্ক না পড়ায় ১৪ জনকে অর্থদন্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০১:৪৩ পিএম
পঞ্চগড়ের আটোয়ারীতে মুখে মাস্ক না পড়ার অপরাধে ১৪ ব্যক্তিকে অর্থদন্ড দেয়া হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ফকিরগঞ্জ বাজারে আসা মানুষের মূখে মাস্ক না থাকায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান। আদালতে ১৪ ব্যক্তির কাছ থেকে নগদ ৬৭১৩ টাকা জরিমানা আদায় করেন। ভবিষ্যতে কেউ আইন অমান্য করে চলাচল করলে আরো কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
পঞ্চগড়ের আটোয়ারীতে মুখে মাস্ক না পড়ার অপরাধে ১৪ ব্যক্তিকে অর্থদন্ড দেয়া হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ফকিরগঞ্জ বাজারে আসা মানুষের মূখে মাস্ক না থাকায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান। আদালতে ১৪ ব্যক্তির কাছ থেকে নগদ ৬৭১৩ টাকা জরিমানা আদায় করেন। ভবিষ্যতে কেউ আইন অমান্য করে চলাচল করলে আরো কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।