শিমুলিয়ার একটি ফেরিঘাটই এখন ভরসা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১২:৪৫ পিএম

শিমুলিয়া ফেরিঘাট।
শিমুলিয়ায় ৪ নম্বর (ভিআইপি) ফেরিঘাট পদ্মায় বিলীন হয়ে গেছে এবং ভাঙনের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে দুই নম্বর ঘাট। ফলে একটি ঘাট দিয়েই সীমিত আকারে ফেরি চলাচল করছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর রাত ৩টা থেকে ভাঙন শুরু হলে দুই ঘণ্টার মধ্যে ঘাটটি বিলীন হয়ে যায় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
ফেরি চলাচল সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় ৮ ফেরি দিয়ে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়। এর আগে গত ২৮ জুলাই পদ্মার ভাঙনে শিমুলিয়ার ৩ নম্বর রো রো ফেরি ঘাট বিলীন হয়। এরপর ৯ দিনের মাথায় দ্বিতীয় দফা ভাঙন আঘাত হানে। এখন মোট চারটি ফেরিঘাটের মধ্যে এখন বাকি থাকল একটি।
বিআইডব্লিউটিএ থেকে বলা হয়, আমরা ভাঙ্গন আটকাতে পারবো না। যতটুকু পারছি জিও ব্যাগ ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। তবে সেটা খুব কঠিন। ১ নম্বর ফেরি ঘাট যাতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ না হয়ে যায় সে চেষ্টা চালাচ্ছি আমরা। বিকল্প ব্যবস্থা হিসেবে ঘাট স্থানান্তর করা যায় কিনা সে চিন্তা করা হচ্ছে। আর না হলে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়েই চলাচল করতে হবে।