সদরপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় বিএনপির ২ নেতা বহিষ্কার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৪:২৬ পিএম

ফরিদপুরের সদরপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় সোমবার বিএনপির ২ নেতা বহিষ্কার করা হয়েছে। ছবি: ভোরের কাগজ
ফরিদপুরের সদরপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর (ঈগল প্রতিক) পক্ষে নির্বাচন করায় কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ২ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারীকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার কৃষ্ণপুর ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামে ইউসুফ ব্যাপারীর বাড়িতে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্বাচনী উঠান বৈঠকে দুই নেতার বক্তব্য দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তাদের বক্তব্যে তারা বলেন, বিএনপি নির্বাচনে আসলে আমরা আর কারো নির্বাচন করতাম না। বিএনপি নির্বাচনে নেই তাই আমরা এলাকার উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিলাম।