ঝালকাঠি-১
কাঁঠালিয়া উপজেলার নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ

কাঁঠালিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:৪৫ পিএম

ছবি: ভোরের কাগজ
ঝালকাঠি-১ আসনে কাঁঠালিয়া উপজেলায় নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ৪০টি কেন্দ্রে এসব সরঞ্জামাদি পাঠানো হয়। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন। পরে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। ব্যালট ছাড়া অন্যান্য সকল সরঞ্জামাদি বিকেলের মধ্যেই সবগুলো কেন্দ্রে পৌঁছে যাবে। শুধুমাত্র ব্যালট পেপার ভোরে কেন্দ্রে পাঠানো হবে।
রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে ৯০টি। এ আসনে মোট ভোটার সংখ্যা পুরুষ ৪৭ হাজার ৯০৯ জন ও নারী ভোটার ৪৬১৮৬ জন এবং হিজরা ১ জন সর্বমোট ৯৪ হাজার ৯৩ জন।
নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনারোধে উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী নিয়োজিত থাকবে।