গাজীপুরে বিদ্যালয় ও ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৬:৩৬ পিএম

ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরীর টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার (৫ জানুয়ারি) রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
টিঅ্যান্ডটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, রাত ৩টার দিকে স্কুলের দপ্তরির কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে তিনি পুলিশকে জানান। পুলিশের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের ৯টি কক্ষের আসবাব পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক এবং টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯টি কক্ষ পুড়ে গেছে। গত সিটি করপোরেশন নির্বাচনে টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ছিল। তবে আসন্ন নির্বাচনে ওই বিদ্যালয়ে ভোটকেন্দ্র নেই।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ধারণা করা হচ্ছে স্কুলের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।