আব্দুস শহীদ মন্ত্রী হওয়ায় শ্রীমঙ্গলে আ.লীগ ও অঙ্গসংগঠনের আনন্দ মিছিল

বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১০:০২ পিএম

ছবি: ভোরের কাগজ
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ-এর নাম মন্ত্রী পরিষদের তালিকায় আসায় শ্রীমঙ্গল বাসী ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেবের নেতৃত্বে শহরের হবিগঞ্জ রোড থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার হবিগঞ্জ রোডে এসে শেষ হয়।
এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ হোসেন, যুবলীগ নেতা আকবর হোসেন শাহিন ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব প্রমুখ।
উল্লেখ্য, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এবার সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি বিরোধী দলীয় হুইপ, সরকারদলীয় চিফ হুইপ, ডেপুটি স্পিকার ও অনুমতি ও হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।