×

সারাদেশ

ঝিনাইদহে প্রকাশ্যে চাচা-ভাতিজাকে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:১২ পিএম

ঝিনাইদহে প্রকাশ্যে চাচা-ভাতিজাকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি

   

ঝিনাইদহ মহেশপুর উপজেলায় প্রকাশ্যে দিবালোকে প্রতিপক্ষের গুলিতে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। 

বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত নয়ন মন্ডলের ছেলে মিন্টু মন্ডল (৫০) ও তার ভাই শামছুল মন্ডলের ছেলে শামীম হোসেন (৩৫)। 

এ ঘটনায় মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

পুলিশ ও গ্রামবাসী জানায়, নিহত শামীমের ভাই রফি মন্ডলের সঙ্গে একই গ্রামের পেনা মন্ডলের ছেলে তরিকুল ইসলাম আকালের ব্যবসা ছিল। এক পর্যায়ে তরিকুল ইসলাম আকালে রফি মন্ডলের ব্যবসার প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করে। আত্মসাৎকৃত টাকা নিয়ে তাদের মধ্যে গত দুই মাস টাকা নিয়ে সংঘর্ষ ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে মহেশপুর থানায় পরস্পরের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। 

এরই জের ধরে বুধবার রফির ভাই মন্টু ও ভাতিজা শামীম হোসেন সহ ৫/৭জন সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকালের বাড়িতে হামলা চালায়। সে সময় আকালে তার কাছে পিস্তল দিয়ে বাড়ির ছাদ থেকে পরপর ৩ রাউন্ড গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ভাতিজা শামীম মারা যায় এবং চাচা মিন্টু মন্ডলকে গ্রামবাসী উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথিমধ্যে তিনিও মারা যায়। 

পুলিশ ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোষী ব্যক্তিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App