×

সারাদেশ

কেশবপুরে তীব্র শীতেও থেমে নেই কৃষকের বোরা ধান আবাদ

Icon

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০১:১৫ পিএম

কেশবপুরে তীব্র শীতেও থেমে নেই কৃষকের বোরা ধান আবাদ

ছবি: ভোরের কাগজ

   

যশোরের কেশবপুরে তীব্র শীতের মধ্যেও থেমে নেই কৃষকের বোরো আবাদ। হাড় কাঁপানো শীতের মধ্যে পুরুষের পাশাপাশি নারীরাও বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন। কৃষি অফিস আশা করছে, আবহাওয়া অনুকূলে থাকলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর কেশবপুর উপজেলায় চলতি মৌসুমে ১৪ হাজার ৪০০ হেক্টর জমিতে ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর জন্য কৃষকরা ৭২০ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করেছে। বীজতলায় চারা রোপণের উপযুক্ত হওয়ায় কৃষকেরা পুরোপুরি ইরি বোরো রোপণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন । ইতোমধ্যে ৪ হাজার কৃষকদের মাঝে সরকারের দেয়া বিনামূল্যে বীজ ও সার, কৃষি অফিস থেকে বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কৃষকরা কেউ বোরো আবাদের জন্য জমি তৈরি করছে, কেউ বা বোরোর চারা রোপণ করছে। কেউ আবার ইঞ্জিন চালিত পাওয়ার টিলার ও ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে। উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কৃষক মশিয়ার রহমান বলেন, আমাদের এলাকায় ইরি বোরো ধান চাষ ছাড়া তেমন ফসল হয়না। এজন্য কৃষকরা তীব্র শীত উপেক্ষা করে বোরোধান আবাদে ব্যস্ত সময় পার করছে। কৃষক গিয়াসউদ্দিন বলেন, পদ্ম বিলে ৬ বিঘা জমিতে ইরি বোরো ধান আবাদ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ৩ বিঘা জমিতে চারা রোপণ করা হয়ে গেছে। দোরমুটিয়া গ্রামের কৃষক কামাল উদ্দিন বলেন, সময়ের সাথে আধুনিকতার ছোঁয়া এখন গ্রামাঞ্চলে পৌঁছে গেছে। এখন ফসল ফলানোর ক্ষেত্রে অন্যান্য প্রযুক্তির পাশাপাশি জমি তৈরিতে ট্রাক্টর, পাওয়ার টিলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলতি বোরো মৌসুমে ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে চাষ করা ৭ বিঘা জমিতে ইরি ধান রোপণ করার কাজ শুরু করেছি। বর্তমানে উপজেলা জুড়ে কৃষকরা ইরি বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বলেন, এ বছর কেশবপুর উপজেলায় বোরোধান আবাদের জন্য ৭২০ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরির পর পুরোদমে ইরি বোরো রোপণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার এ উপজেলায় ১৪ হাজার ৪০০ হেক্টর জমিতে ইরি বোরো আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App