ফেনীর সমকালের স্টাফ রিপোর্টার রতন আর নেই

সৈয়দ মনির আহমদ, সোনাগাজী (ফেনী)
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১১:৩১ পিএম

সংগৃহীত
ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতন (৭৫) মারা গেছেন। রতন ফেনী প্রেসক্লাব ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে কুমিল্লার ট্রমা হাসপাতালে মারা যান তিনি।
রতন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন শিলরি গ্রামের বাসিন্দা। তিনি ফেনী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবু বক্কর পাটোয়ারির মেয়ের জামাতা ছিলেন। বৈবাহিক সূত্রে তিনি দীর্ঘ ৪০বছর ফেনীর রামপুরে বসবাস করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থা থেকে শুরু প্রায় ৫০ বছর সাংবাদিকতা করা রতন দীর্ঘদিন যাবৎ এজমাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক শাহীনা আক্তার, ফেনী প্রেসক্লাব, ফেনী সাংবাদিক ইউনিয়ন ও ফেনী রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।