×

সারাদেশ

শীত উপেক্ষা করে হাজারো পর্যটকে মুখর কুয়াকাটা সৈকত

Icon

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:১১ পিএম

শীত উপেক্ষা করে হাজারো পর্যটকে মুখর কুয়াকাটা সৈকত
   

কনকনে শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক দর্শনার্থীরা এসে ভিড় জমিয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। আগত পর্যটকরা শীতের হিমেল হওয়ার মাঝেও আনন্দ উল্লাসে মেতে ওঠে। কুয়াশার চাদরে আকাশ ঢেকে থাকায় কাঙ্ক্ষিত সূর্যোদয়-সূর্যাস্তের মত বিরল দৃশ্য অবলোকন থেকে বঞ্চিত হয়েছে পর্যটকরা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে পর্যটকরা কুয়াকাটায় আসতে শুরু করে। 

শুক্রবার (২৬ জানুয়ারি) দিনভর পর্যটকদের আনাগোনা ছিল চোখে পড়ার মত। নভেম্বর থেকে পর্যটন মৌসুম শুরু হলেও রাজনৈতিক অস্থিরতায় দীর্ঘদিন পর্যটক শূন্য ছিলো কুয়াকাটা সৈকত।

বছরের শুরু থেকে তেমন একটা পর্যটক না আসলেও আজ (শুক্রবার) হাজার হাজার পর্যটক দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে সাগরকন্যা কুয়াকাটা। 

আগত পর্যটকরা সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। সৈকতের বালিয়াড়িতে আলপনা একে তা আবার ক্যামেরা বন্দী করতে দেখা গেছে অনেককেই। অনেকে বেঞ্চিতে বসে উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্য। কেউবা আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে। আগতরা কুয়াকাটার কুয়া, শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার, মিশ্রীপাড়া সীমা বৌদ্ধ বিহার, রাখাইন পল্লীসহ ঘুরে বেড়িয়েছেন দর্শনীয় স্পট সমূহ। বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। এতে অনেকটা উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। আগতদের সার্বিক নিরাপত্তায় টুরিস্ট পুলিশ তৎপর ছিল।

টাঙ্গাইলের মির্জাপুর থেকে আগত জহিরুল ইসলাম সেলিম বলেন, আমরা পরিবার নিয়ে কুয়াকাটায় ভ্রমণে এসেছি। প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে কুয়াকাটায় এসে পৌঁছেছি। তবে এখানে এসে দেখলাম ঠাণ্ডা কম। হিমেল হওয়ায় ঘুরে বেড়াতে খুব ভালোই লাগছে।

যশোর থেকে ভ্রমণে আসা জুনায়েদ সিদ্দিকী জানান, তারা কয়েকজন বন্ধু মিলে বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটায় এসেছেন। এখানে একটু ঠাণ্ডা কম থাকায় ঘুরতে খুব ভালো লেগেছে। তবে কুয়াশার কারণে সূর্যোদয়-সূর্যাস্ত দেখতে না পেরে হতাশ হয়েছি। 

সৈকতের ভ্রাম্যমান আচার বিক্রেতা শাহ আলম জানান, চলতি মাসে তেমন একটা পর্যটক ছিল না। বৃহস্পতিবার থেকে সৈকতে প্রচুর সংখ্যক পর্যটকদের আগমন ঘটে। এতে তার বেচাবিক্রি খুব ভালো হয়েছে।

ঝিনুক ব্যবসায়ী মিলন জানান, গত কয়েক মাসের মধ্যে শুক্রবার অনেক পর্যটকদের আগমন হয়েছে। বেচাকেনা ভালো হয়েছে। 

আবাসিক হোটেল সৈকতের জেনারেল ম্যানেজার আবজাল গাজী জানান, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তাদের হোটেলের ৯০ ভাগ রুম বুকিং রয়েছে। তিনি আরো জানান, এভাবে সব সময় পর্যটক থাকলে গত কয়েক মাসের ঘাটতি কাটিয়ে লাভের মুখ দেখবেন এমনটাই আশা করছেন তিনি।

কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি মো. ইব্রাহিম ওয়াহিদ জানান, চলতি বছরের মধ্যে রেকর্ড পরিমাণ পর্যটক দর্শনার্থীদের আগমন ঘটেছে। আগত পর্যটকদের সেবা দিতে তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি পর্যটকদের আগমন হয়েছে এই শুক্রবার। প্রথম শ্রেণির আবাসিক হোটেল গুলোর ৮০ ভাগ কক্ষই বুকিং রয়েছে। 

টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে আজ ছুটির দিনে অনেক পর্যটক এসেছে। আগত পর্যটকদের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নজর রাখছে। পাশাপাশি থানা পুলিশও বিশেষ নজর রাখছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App