ডুমুরিয়ায় ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:৪৭ পিএম

ছবি: সংগৃহীত
খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুরে দুই শিশু সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে থানার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- কোমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩০), মেয়ে ফাতেমা খাতুন (৪) ও ৭ মাস বয়সী ছেলে ওমর আলী।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে যে কোনো সময় নিজ বাড়িতে পারিবারিক কলহের কারণে ডলি বেগম তার দুই সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে তিনি নিজেও ঘরের আড়ার সাথে নিজের পড়নের কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
ডুমুরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।