ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর
সেই বৃদ্ধার দায়িত্ব নিলেন এমপি আব্দুর রশিদ

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম

দৈনিক ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর আশ্রয়ণ প্রকল্পের সামনে থাকা ৮০ বছরের বৃদ্ধা জোবেদা বেওয়ার দায়িত্ব নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো: আব্দুর রশিদ। রবিবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্য আব্দুর রশিদের ছোট ভাই ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. মো: হারুন অর রশিদ।
জানা যায়, রবিবার (৪ ফেব্রুয়ারি) দৈনিক ভোরের কাগজের প্রিন্ট ভার্সনে ৬ এর পাতায় "আশ্রয়ণ প্রকল্পের সামনে বসবাস, পলিথিনে ঘেরা জরাজীর্ণ ঘরে জোবেদার মানবেতর জীবন" শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টি নজরে আসে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. হারুন অর রশিদের।
পরে এমপি আব্দুর রশিদের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. হারুন অর রশিদ প্রতিবেদক মনিরের মোবাইলে কল দিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এবং তাৎক্ষণিক পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামস উদ্দিনকে বৃদ্ধার বাড়ীতে পাঠান।