×

সারাদেশ

কক্ষে আটকে রোগীর ছেলেকে পেটালো ইন্টার্ন চিকিৎসক!

Icon

কাগজ প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩২ পিএম

কক্ষে আটকে রোগীর ছেলেকে পেটালো ইন্টার্ন চিকিৎসক!

ছবি: ভোরের কাগজ

   

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বেপরোয়া হয়ে উঠেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এবার এক রোগীর ছেলেকে কক্ষে আটকে রেখে বেধড়ক পিটিয়ে জখম করেছেন তারা। 

এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকালে হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম মো. রিপন। তারা বাসা নগরীর বোসপাড়া এলাকায়। হাসপাতালে তার মা চিকিৎসাধীন। 

রিপন বলেন, আমার মা হাসপাতালে ভর্তি আছে। ডাক্তাররা রাউন্ডে আসলে আমি মায়ের সমস্যার কথা জিজ্ঞেস করি। এসময় তারা আমাকে না বলে ক্ষিপ্ত হয়। কয়েকজন ডাক্তার আমাকে বলে আপনার মায়ের রিপোর্ট ভেতরে আছে, নিয়ে আসেন। তখন আমি ভেতরে যাই। একপর্যায়ে আমাকে আটকে বেধড়ক পেটায় ডাক্তাররা। 

রিপন আরও বলেন, তাদের একজন বলেছে মেরে ফ্যাল, একজন বলেছে জবাই কর, আরেকজন বলছে চাকু দে, আরেকজন বলেছে, হাত কাট।

এদিকে, একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যায়, কয়েকজন যুবক অশালিন ভাষায় কথা বলছেন। পেটাচ্ছেন একজন যুবককে। তবে প্রায়শই রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হাতে রোগীর স্বজনদের লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটছে। এতে চরম ক্ষুদ্ধ ভুক্তভোগীরা।

এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ। 

তিনি বলেন, একপক্ষের কথা শুনেছি। অভিযুক্তদেরও কথা শোনা হবে। আমি তদন্ত কমিটি গঠন করব। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে, কঠোর ব্যবস্থা নেব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App