ইউএনও’র ওপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩১ পিএম

ছবি: প্রতিনিধি
দিনাজপুরের ঘোরাঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রব তালুকদার, সাবেক সাংগঠনিক কমান্ডার সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের হাছান আব্দুল্লাহ তারেক, মাসুদুর রহমান, আব্দুল কাদির প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধার সন্তান, সাংবাদিক ও সর্বস্তরের সুধীজন।