গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে মোসা. হাবিবা খাতুন (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করছে। সে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ভিটাবাড়ি গ্রামের রুবেল আলীর স্ত্রী।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ভিটাবাড়ি গ্রামে নিজ বাসায় এই ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, মৃত মোসাং হাবিবা খাতুন মানসিক রোগী ছিলেন, শনিবার দুপুরের পর যে কোন সময় তার নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে বিকেল ৪ টার দিকে বাসার লোকজন দেখতে পেলে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।