×

সারাদেশ

ইবিতে শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে মানববন্ধন

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০১ পিএম

ইবিতে শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

   

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্যের কার্যালয়ে শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। 

মানববন্ধনে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. আনিছুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. জয়শ্রী সেন, সদস্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মামুনুর রহমান, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন ও অধ্যাপক ড. শেলীনা নাসরীনসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দরা বলেন, ‘গত ৬ তারিখে উপাচার্যের বিরুদ্ধে চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যেন বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ বোর্ড বন্ধ রাখা হয় তার দাবি নিয়ে আমরা উপাচার্যের কার্যালয়ে যাই। তখন হঠাৎ করে কিছু অছাত্র ও বহিরাগত সেখানে ঢুকে আমাদের শিক্ষকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন হুমকি দিতে থাকে। গত ১১ তারিখ পর্যন্ত এ ঘটনায় প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। শুনেছি আজকে নামমাত্র একটি তদন্ত কমিটি করা হয়েছে। তবে সেটা আমরা অফিসিয়ালি পাইনি। গতকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) দোষীদের বিচারের দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় দিয়েছিলাম। তবে প্রশাসন এ সময়ের মধ্যে কোনো সুরাহা না করায় আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি।’

নেতৃবৃন্দরা আরো বলেন, ‘আমরা আবারো স্পষ্ট করে বলে দিতে চাই, আগে উপাচার্যের বিরুদ্ধে চলমান তদন্তগুলো শেষ হবে। তারপর প্রথমে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক নিয়োগের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ চলবে।’

এর আগে গত ৬ ফেব্রুয়ারি উপাচার্যের কার্যালয়ে কিছু অছাত্র, বহিরাগত ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা ইবি শিক্ষকদের লাঞ্ছিত করেছে এমন অভিযোগ উঠে। এ ঘটনার প্রতিবাদে সেদিন দুপুরে মানববন্ধন করে শাপলা ফোরাম। এবং পরে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে উপাচার্য বরাবর লিখিত আবেদন জমা দেয় সংগঠনটি। 

এদিকে এ ঘটনায় গত শনিবার (১০ ফেব্রুয়ারি) জড়িতদের বিচারের চেয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন পালন করা হয়। সবশেষ রবিবার (১১ ফেব্রুয়ারি) শাপলা ফোরামের কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন দোষীদের বিচার না করলে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আজ দুপুরে মানববন্ধন করে শিক্ষক সংগঠনটি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App