ভোরের কাগজের ৩৩ বছর
সাতক্ষীরায় জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী

মসিউর ফিরোজ সাতক্ষীরা থেকে
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৫ পিএম

ছবি: ভোরের কাগজ
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশনায় গৌরবে ৩৩ বছরে পদার্পণে কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বাঙ্গীণ উন্নয়ন সহ সময় উপযোগী করার জন্য সকল সহযোগিতা করবো। প্রয়োজনে আমরা ৫জন সংসদ আপনাদের নিয়ে যুগোপযোগী প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবো। এছাড়া আপোষহীন সংবাদ প্রকাশের জন্য ভোরের কাগজের প্রতিনিধি, তরুণ সমাজের আইকন হিসেবে সমাজের সকল সমস্যা তার লেখনির মাধ্যমে তুলে ধরার আহবান জানান বক্তারা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরা প্রেসক্লাবের মিলনায়তনে ভোরের কাগজের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমকালো এক আয়োজনে বক্তারা এসব কথা বলেন।
প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা ও কে এম ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আতাউল হক দোলন।
এর আগে সাংবাদিকদের উপস্থিতে ফেস্টুন উড়িয়ে, ভোরের কাগজের জেলা প্রতিনিধি মসিউর রহমান ফিরোজ‘র স্বাগত বক্তব্য মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়। এরপর কেক কাটা ও অতিথিদের ভোরের কাগজের লোগো সম্মিলিত মগ উপহার দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
এর আগে সাংবাদিক আব্দুর ছামাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফারুক মাহাবুব, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, বিটিভির জেলা প্রতিনিধি মোজাফ্ফর রহমান, সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান, ৭১টি টিভির জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জী, মোহনা টিভির আব্দুল জলিল, বনিক বার্তার গোলাম সরোয়ার,কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি কামরুজামান, সাংবাদিক ফারুক রহমান, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, খন্দকার আনিছুর রহমান, এসকে কামরুল হাসান, ভোরের কাগজের তালা প্রতিনিধি কিশোর কুমার, আশাশুনি প্রতিনিধি এস কে হাসান, দেবহাটা প্রতিনিধি ফরহাদ হোসেন নিলয়,শ্যমনগর প্রতিনিধি আনিস সুমনসহ জেলা ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ কর্মরত সাংবাদিকরা।