ঝালকাঠিতে ৩০১ জাল নোটসহ আটক ২

ঝালকাঠি সদর প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩১ এএম

ঝালকাঠিতে ৩০১টি জাল টাকার নোটসহ মোসা. নুপুর বেগম (৩৫) ও মো. জসিম খলিফা (৩৫) কে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এর নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফজলুল হক খান এর নেতৃত্বে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ঝালকাঠি পৌরসভা কৃষ্ণকাঠি এলাকার কবিরাজ বাড়ি রোডে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর সামনে থেকে বিভিন্ন অঙ্কের ৩০১টি জাল নোট যার মূল্য ২ লাখ ৯৬ হাজার টাকা সহ তাদের দুইজনকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ৩নং ওয়ার্ডের গৌরিপুর এলাকার আলামিন হাওলাদারের স্ত্রী মোসা. নুপুর বেগম এবং ঝালকাঠি সদর উপজেলার দেউরী এলাকার মো. ওয়াজেদ আলী খলিফার ছেলে মো. জসিম খলিফা।
ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ তাদের দুজনকে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে রাতেই ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।