শিবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, উৎসবে মাতল হাজারও মানুষ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০৯:৩১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) বিকেলে বিমর্ষী গ্রামবাসী আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে জেলার দূর-দূরান্ত থেকে হাজারও মানুষ আসেন। ফলে উৎসবের আমেজে মেতে উঠে এলাকার মানুষ। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ৬০টি ঘোড়া নিয়ে ৬০ জন অশ্বারোহী অংশ নেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রামবাংলার খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করাতেই এ প্রতিযোগিতার আয়োজন। আগামীতে এ আয়োজনের আরো প্রসার ঘটানো হবে।
আরো পড়ুন: গেস্ট হাউজসহ ৩ প্রতিষ্ঠান সিলগালা
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন মিঞা ও ইউপি সদস্য টিয়া আলীসহ অন্যরা। এদিকে এ প্রতিযোগিতাকে ঘিরে বারিকপাড়া আমবাগান মাঠে বসেছে মনোহরি আর গ্রামবাংলার বিভিন্ন মিষ্টান্নের দোকানের পসরা। সব মিলিয়ে সেখানে মেলায় পরিণত হয়। এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি আবালবৃদ্ধবনিতারাও।