×

সারাদেশ

আবুল কালাম আজাদ এমপি

হাজার বছরের ইতিহাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন ‘স্বাধীনতা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ১১:২০ পিএম

হাজার বছরের ইতিহাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন ‘স্বাধীনতা’
   

১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতার। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিলো একটি ভূখন্ড, যার নাম বাংলাদেশ। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহংকারের দিন আজ। এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে একটি চক্র এই বাংলাদেশকে নিয়ে নানান ষড়যন্ত্র করছে। 

আমরা অপ্রতিরুদ্ধ বাঙালী জাতি, এই ষড়যন্ত্রও মোকাবেলা করতে প্রস্তুত আছি। সংসদীয় আসন দেবিদ্বার প্রসঙ্গে তিনি বলেন, এই দেবিদ্বারকে নিয়ে অতীতে যারা যড়যন্ত্র করেছিলো দেবিদ্বারের মানুষ গত নির্বাচনে কঠিন জবাব দিয়েছে। ইনশাল্লাহ আগামীতে এই দেবিদ্বারকে নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। দেবিদ্বারকে সারা বাংলাদেশে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। 

আরো পড়ুন: বঙ্গবন্ধু না থাকলে বাঙালি জাতিকে একত্রিত করার ক্ষমতা কারো ছিলো না

উপজেলা সমাজসেবা অফিসার মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় প্যারেড অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী, অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া। 

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানার সভাপতিত্বে আয়োজিত প্যারেড অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্যারেড সালাম গ্রহণ করেন সংসদ সদস্য মো.আবুল কালাম আজাদ। 

এর আগে, সকাল ৭টায় বঙ্গবন্ধুর ম্যুরাল, স্বাধীনতা স্তম্ভ ও গণকবরে পুস্পস্তবক অর্পণ করেন কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এবং উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়, থানা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা. যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App