গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৪:৩৪ পিএম

ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে মোসাঃ সোহাগী খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পুরাতন বসনীপুর গ্রামের মো. জামিরুল ইসলামের মেয়ে।
রবিবার (৩১ মার্চ) সকাল সারে ১০ টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নসিবন্দীনগর গ্রামের পাশে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, গত শনিবার মৃত সোহাগী খাতুন তার মায়ের সঙ্গে তার নানার বাসায় বেড়াতে যায়। শনিবার বিকেলের দিকে পার্শ্ববর্তী মহানন্দা নদীতে গোসল করতে গেলে নদীতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার ব্যবহারকৃত গামছা দেখতে পেলে নিশ্চিত হয় যে নদীতে ডুবে গেছে। পরে রবিবার সকাল বেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুর দল ঘটনাস্থলে এসে মৃত সোহাগী খাতুনের লাশ উদ্ধার করে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।