ব্যাংক ডাকাতির গাড়িসহ ৪ কেএনএফ সদস্য গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ১২:১৮ পিএম

ছবি: সংগৃহীত
বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত জীপসহ পৃথক অভিযানে কেএনএফের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে রুমা-থানচিতে কেএনএফ তাণ্ডবের ঘটনায় ৮টি মামলায় সেনাবাহিনী-র্যাব-পুলিশের সাড়াশি অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হলো।
বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, রবিবার (৭ মার্চ) রাতে থানচি থেকে ১ জন ও রুমা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সদরের স্যারণপাড়া থেকে কেএনএফের প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে।
সেনাবাহিনী-র্যাব-পুলিশের পৃথক অভিযান এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে কেএনএফ তাণ্ডবের ঘটনায় বান্দরবান জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের সাঁজোয়া যানসহ বিভিন্ন ধরনের সক্ষমতা বাড়ানো হয়েছে।
রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় ব্যাংক বন্ধ থাকায় বান্দরবান জেলা সদরে সোনালী ব্যাংকের প্রধান শাখায় গ্রাহকের দীর্ঘলাইন। বেড়েছে ভোগান্তিও।
প্রসঙ্গত, গত ২ ও ৩ এপ্রিল রুমা এবং থানচিতে ব্যাংক লুট এবং আইনশৃঙ্খলা বাহিনী ১৪টি অস্ত্র লুট করেছিল কেএনএফ। এ ঘটনায় এ পর্যন্ত রুমায় ৪টি ও থানচিতে ৪টি মামলা করা হয়েছে।