ঈশ্বরগঞ্জে খতনা করাতে গিয়ে শিশুর লিঙ্গ কর্তনের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৯:২৬ পিএম

ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক শিশু শিক্ষার্থীর সুন্নতে খতনা করতে গিয়ে জাহিদ হাসান নির্জন (১১) নামে এক শিশুর লিঙ্গ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ওই শিশুর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করা হয়।
আরো পড়ুন: শেরপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রাজিবপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সোবাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজান চর নওপাড়া (মাছুয়া ডাঙ্গা) গ্রামের মৃত আইয়ুব আলী ফকিরের একমাত্র এতিম ছেলে উজানচর নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র শিশু নির্জনকে রবিবার নিজ বাড়িতে একই গ্রামের গ্রামপুলিশ আকবর সুন্নতে খতনা করার সময় লিঙ্গের অধিকাংশই কেটে ফেলায় গুরুতর আহত হয়। সোমবার ওই ইনস্টিটিউটে শিশুটিকে প্লাস্টিক সার্জারি করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।