হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী মনোনয়ন জমা

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০২:৫২ পিএম

ছবি: ভোরের কাগজ
আসন্ন উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচনে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী মনোনয়ন পত্র জমা দিলেন।
জানা যায়, মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে ১৫ এপ্রিল মুজিবুল আলম সাদাত চেয়ারম্যান পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ উপজেলা কার্যকরী কমিটির নেতা। তার স্ত্রী শাহনাজ ফেরদৌসি সীমা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন।
এক নারীসহ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র জমা পড়েছে। এনারা হলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মশিউর রহমান মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ উপজেলা সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সাতা।
আওয়ামী লীগ পরিবারে স্বামী-স্ত্রীর একই পদে মনোনয়ন জমা দানে সারা উপজেলায় ভোটাররা চা এর দোকানে নানা আলোচনায় ব্যস্ত।