খুলনা শহীদ শেখ আবু নাসের হাসপাতালের উপ-পরিচালককে সিভিল সার্জন হিসেবে বদলী

খুলনা ব্যুরো
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৮:২৬ পিএম

ছবি: সংগৃহীত
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের উপ-পরিচালক ডা. শেখ সফিকুল ইসলামকে খুলনার সিভিল সার্জন হিসাবে বদলী করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (পার-২) মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেখ আবু নাসের হাসপাতালের উপ-পরিচালক সফিকুল ইসলামকে খুলনার সিভিল সার্জন হিসেবে বদলির নির্দেশ দেয়া হয়েছে।
একই আদেশে যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কুমার বিশ্বাসকে ঢাকা সিভিল সার্জন ও গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুল হাসানকে যশোর সিভিল সার্জন হিসেবে বদলির নির্দেশ দেয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেয়া এই আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও নির্দেশনায় বলা হয়।
জানা যায়, ডা. শেখ সফিকুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাস করে ২৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হন। বদলীর আগে তিনি খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে উপ-পরিচালক হিসেবে দেড় মাস দায়িত্বে ছিলেন।
এর আগে তিনি রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ২ বছর আট মাস দায়িত্ব পালন করেছেন ।