সুন্দরবনে চলছে আগুন নেভানোর কাজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৪, ১২:৩৮ পিএম

ছবি: সংগৃহীত
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া বনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় শনিবার (৪ মে) দুপুরে আগুনের কুণ্ডলী থেকে ধোঁয়া উড়তে দেখে বনকর্মীরা। সঙ্গে সঙ্গে তারা আগুন নেভানোর কাজ শুরু করে। বনকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে স্থানীয় গ্রামবাসীও যোগ দেয়। ফায়ার সার্ভিসের বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, রবিবার সকাল ৮টা থেকে বাগেরহাট ও খুলনার পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
সুন্দরবনে কীভাবে আগুনের সূত্রপাত, কী পরিমাণ এলাকায় আগুনে বিস্তৃতি লাভ করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে একই দিন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বনবিভাগ।
সকালে আগুন নেভানোর কাজে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ এবং স্থানীয় প্রশাসনও যোগ দেয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ড তাদের ‘আধুনিক’ অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছে।
রবিবার ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, সুন্দরবনের ভোলা নদী থেকে পাইপের মাধ্যমে পানি নিয়ে আগুন নেভানো হচ্ছে। আগুন ছড়িয়ে ছিটিয়ে জ্বলছে। এই আগুন নেভাতে সময় লাগবে।