চাটমোহরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৪, ০৩:৫৮ পিএম

ছবি: ভোরের কাগজ
পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়া গ্রামে রবিবার (৫ মে) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে। এসময় অপর মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৩২) পালিয়ে যায়। আটককৃত মানিক চাঁদ (৩৭) পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামের আব্বাস সরদারের ছেলে। তারা এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।
আরো পড়ুন: টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক, জব্দ মোটরসাইকেল
চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সেলিম রেজা জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় রবিবার রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সজনাই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মানিক চাঁদের বাড়ীতে অভিযান চালিয়ে মাদক কারবারি মানিককে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আরিফুল পালিয়ে যায়। আটককৃতর তথ্য অনুযায়ী বসত ঘর তল্লাশী করে একটি টিস্যু ব্যাগের ভেতর থেকে ৭টি জিপার যুক্ত ব্যাগে মোট ২ হাজার পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামীকে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।