ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৬:৫২ পিএম

ছবি: সংগৃহীত
ধান কাটতে গিয়ে বজ্রপাতে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে ফুলমিয়া এবং সাঘাটা উপজেলায় মুক্তিনগর ইউনিয়নের শিপন নামের দুই কৃষি শ্রমিক মারা গেছেন।
স্থানীয়রা জানায় , ফুলমিয়া অন্যদের সাথে গড়দীঘি গ্রামে জমিতে ধান কাটতে যান। দুপুরে হঠাৎ করে বজ্রপাত হলে গুরুতর আহত হয় ফুল মিয়া। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ফুল মিয়া গড়দীঘি গ্রামের জোবায়ের আলীর গ্রামে।
অপরদিকে সাঘাটা উপজেলায় শিপন মিয়া বুধবার (১৫ মে) দুপুরের দিকে মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামে হালিম মেম্বারের জমিতে শ্রমিক হিসেবে ধান কাটছিলেন শিপন মিয়া। এরই মধ্যে মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ বজ্রপাত ঘটে। এতে শিপন মিয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে শিপন মিয়া মারা যায়।
এ বিষয়ে মুক্তিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান শেফালী বেগম বলেন, বেলতৈল এলাকায় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি।
সাঘাটা থানার ওসি মো. মমতাজুল হক আজ সন্ধ্যা ৬টায় কৃষি শ্রমিক শিপন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।