×

সারাদেশ

সুন্দরগঞ্জে আশ্রায়ণ প্রকল্পে রাস্তার অভাবে চরম দুর্ভোগে আশ্রিতরা

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৯:০৯ পিএম

সুন্দরগঞ্জে আশ্রায়ণ প্রকল্পে রাস্তার অভাবে চরম দুর্ভোগে আশ্রিতরা

সোনারায় বৈদ্যনাথ আশ্রায়ণ প্রকল্প

   

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভূমিহীন-হতদরিদ্রদের জন্য মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নির্মিত আশ্রায়ণ প্রকল্পের অধিকাংশে যাতায়াতের রাস্তা না থাকায় আশ্রিতরা চরম দুর্ভোগে পড়েছেন। 

জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোজার ঠাঁই নিশ্চিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মাণ করা হয় পাঁচ শতাধিক আশ্রয়ণ প্রকল্পের ঘর। সরকারি খাস জমির উপর গুচ্ছ গ্রাম আকারে কয়েক কোটি টাকা ব্যয়ে ঘরগুলো নির্মাণ করেন স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর। সবগুলো ঘরে ইতোমধ্যে বিভিন্ন এলাকার ভূমিহীন-হত-দরিদ্র মানুষজন মাথা গোজার ঠাঁই খুঁজে পায়। 

আশ্রায়ণ প্রকল্পে ঠাই পাওয়া এসব মানুষজন ঘর পেয়ে আনন্দে উদ্দোলিত হলেও তাদের নানান সমস্যার শিকার হতে হচ্ছে। আশ্রায়ণ প্রকল্প নির্মাণ সংশ্লিষ্টদের অপরিকল্পিত প্রকল্প স্থান নির্ধারণের কারণে আশ্রিতরা যাতায়াতের রাস্তার অভাবে চরম দুর্ভোগে পড়েছেন। তারা অন্যের বাড়ির উঠান বা জমির উপর দিয়ে কোনো রকমে যাতায়াত করলেও প্রতিনিয়ত তাদের প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। যাতায়াতের পথ বন্ধ করে দেয়ার মতো হুমকি-ধামকিও শুনতে হচ্ছে তাদের। এছাড়া পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করণের জন্য হস্তচালিত নলকূপ বসানো হলেও তা অকেজ হয়ে পড়ে আছে। এতে করে তারা বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকটে পড়েছেন। 

আরো পড়ুন: গলায় লিচুর বিচি আটকে আ.লীগ নেতার মৃত্যু!

সরেজমিন বৈদ্যনাথ, ঘোষপাড়া, রামজীবন, বজরা কঞ্চিবাড়ী, লাঠির খামারসহ বেশ কয়েকটি আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করে দেখা গেছে সবগুলোতে আশ্রিতদের যাতায়াতের রাস্তা ও পানীয় জলের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বজরা কঞ্চিবাড়ী আশ্রিত মমতাজ বেগম, মহির উদ্দিন, ফুলমতি, আমেনা, মরিচমতি, আজিরন, সানজুসহ অনেকে জানান ঘর পেয়ে তারা খুবই খুশি। কিন্তু যাতায়াতের রাস্তা না থাকায় রোগী থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাহায্যে এগিয়ে আসার মতো কোরো উপায় নেই। এটিই তাদের বড় সমস্যা। 

উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাচ্ছেন না। মানুষ তাদের যাতায়াতের রাস্তা হিসেবে জায়গা কতদিন ব্যবহার করতে দেবেন এ নিয়ে তারা মহা চিন্তায় রয়েছেন। 

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে আশ্রায়ণ প্রকল্পের যাতায়াতের রাস্তা নিশ্চিত করণের জন্য চেষ্টা করছি। উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, তিনি বিষয়টিতে অবগত এবং চেষ্টা করছি স্থায়ীভাবে রাস্তা বের করে দেয়ার জন্য। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App