×

সারাদেশ

চাটমোহরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৪, ১১:১২ পিএম

চাটমোহরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

সাগর হোসেন

   

পাবনার চাটমোহরে পূর্ব শত্রুতার জের ধরে সাগর হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। 

রবিবার (১৯ মে) বেলা ৩ টার দিকে উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও বিলচলন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।

জানা গেছে, ছাইকোলা ইউনিয়নের বোয়াইমারী গ্রামের ইউপি সদস্য সেকেন্দার আলী ভুট্টুর ছেলে পলাশের সঙ্গে বেশকিছু দিন আগে অজ্ঞাত বিষয় (কারণ জানা যায়নি) নিয়ে বিরোধ হয়। এরই রেশ ধরে পলাশের নেতৃত্বে অজ্ঞাত ৪ মুখোশধারী দুর্বৃত্ত রবিবার দুপুরে মোটরসাইকেল নিয়ে সাগরের বাড়ির সামনে ওঁৎ পেতে থাকে। এরপর পলাশ নামের ওই যুবক সাগরকে কৌশলে বাড়ি থেকে বাইরে ডেকে আনলে আগে থেকে ওঁৎ পেতে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে পরিবার ও এলাকাবাসী রক্তাক্ত জখম অবস্থায় সাগরকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এদিকে, এই ঘটনার পরপরই সাগরের স্বজনরা পলাশের বাড়িতে হামলা করে ভাংচুর চালায় এবং পলাশের বাবা এসকেন্দার আলী ভুট্টুকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App