×

সারাদেশ

সখীপুরে নিরাপত্তার দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

Icon

আহমেদ সাজু, (সখীপুর) টাঙ্গাইল

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৯:২৫ পিএম

সখীপুরে নিরাপত্তার দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ছবি: ভোরের কাগজ

   

টাঙ্গাইলের সখীপুর উপজেলার পৌর এলাকার ৮নম্বর ওয়ার্ডের ক্যাপ্টিন মোড় এলাকার ভুক্তভোগী ব্যবসায়ী ফজলুল হক বাচ্চু নিজ কার্যালয়ে এক সাংবাদিকের বিরুদ্ধে হুমকি-ধামকি ও ভয়ভীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (২০ মে) বিকেল ৩ টার দিকে সাবেক সেনা সদস্য ক্যাপ্টিন শামসুল হকের বড় ছেলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ফজলুল হক বাচ্চুর বৈধ কাগজপত্রের দখলি ক্রয়কৃত জমির মিথ্যা-ভিত্তিহীন অভিযোগ এনে বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক ফজলুল হক বাপ্পার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সংবাদ সম্মেলনে ফজলুল হক বাচ্চু দাবি করেন, আমার পরিবারের আয়কৃত ও বাবার পেনশনের টাকায় কেনা খাজনা-খারিজ করা ৩ একর ৩৯ শতাংশ জমির উপর অভিযুক্ত ফজলুল হক বাপ্পার লোলুপ দৃষ্টি পড়ে। পরে বিভিন্ন সময় তার পরিকল্পনায় কতিপয় লোকের জমি আছে দাবি করলেও তা আদালতের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়ে ব্যর্থ হয়। কিন্তু প্রতিবেশী নওশেরের ছেলে সাইফুল ইসলামের রেওয়াজ বন্টনের জমি জটিলতা কোর্ট নিষ্পত্তিকৃত বিষয়টি বারবার সামনে এনে গ্রাম্য সালিশে হেরে যায় ফজলুল হক বাপ্পা। 

আরো পড়ুন: আত্মীয়স্বজন মিলে মাদকের কারবার! সাত লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

অভিযুক্ত সাংবাদিকের বিরুদ্ধে জানতে চাইলে ভুক্তভোগী ফজলুল হক বাচ্চু জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অনিয়ম-দূর্নীতি ও সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে মাঝে মধ্যে আত্মগোপনে থাকেন ফজলুল হক বাপ্পা। তিনি আরো জানান, অভিযুক্ত ফজলুল হক বাপ্পা এলাকায় কিছুদিন অবস্থান করে নতুন একটি ঘটনার সৃষ্টি করে নিরুদ্দেশ হন। তার দাবি, এলাকায় সময় বুঝে ক্ষমতার অপব্যবহার ও পেশীশক্তি দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে।

চাঁদাবাজির বিষয়ে ৭নম্বর ওয়ার্ড কমিশনার আব্দুল বাছেদ জানায়, ওই সাংবাদিক বিভিন্ন সময়ে চাঁদা দাবি করেছে। তার দাবি, এ প্রস্তাবে রাজি না হওয়ায় সামাজিকভাবে হেয় করার জন্য মানহানিকর ও মিথ্যা বানোয়াট নানান কূটকৌশল অবলম্বন করছে ফজলুল হক বাপ্পা। ভুক্তভোগী ফজলুল হক বাচ্চুর দাবি, অনেকটা নিরুপায় হয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সহযোগিতায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উন্মোচন করে অভিযুক্ত ফজলুল হক বাপ্পার মিথ্যা হয়রানি থেকে মুক্তি চান।

এ বিষয়ে অভিযুক্ত ফজলুল হক বাপ্পার কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে জানান, আমি নির্যাতিত পরিবারের সংবাদ প্রকাশের ক্ষোভে আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App