উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৪, ১২:৫১ পিএম

ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ছে কাঁঠাল গাছতলা বাজার ও রোহিঙ্গাদের ঘর। তীব্র তাপদাহে বাড়তে থাকা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। শুক্রবার (২৩ মে) বেলা সোয়া ১১টার দিকে উখিয়ার থাইংখালী জনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প-১৩ কাঠাল গাছতলা বাজারে এ আগুন লাগে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বেলা ১১টার দিকে হঠাৎ করে রোহিঙ্গা ক্যাম্প-১৩ কাঠাল গাছতলা বাজারে আগুন লাগে। পরে স্থানীয়রাসহ এপিবিএন সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে ইতিমধ্যে ৬০-৭০টির মত দোকানসহ রোহিঙ্গাদের ঘর পুড়ে গেছে।
পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপির চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এখনো জ্বলছে আগুন। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি।